Saturday, August 13, 2016

Translation-3


Translation


  1. There are many housewives who work almost  all day.
  2. Death is preferable to dishonor .
  3. He went away laughing.
  4. He inherited much property.
  5. Nazrul Islam is one of the greatest poets of Bangladesh.
  6. Jute is a cash crop of Bangladesh.
  7. Live from hand to mouth .
  8. Do not cast pearls before swine.
  9. Patience has its reward.
  10. I have got the work done.

Ans:
  1. অনেক গৃহকর্মী আছেন যারা বাড়িতে  প্রায় সারাদিন কাজ করেন ।
  2. অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় ।
  3. সে হাসতে হাসতে চলে গেল ।
  4. উত্তরাধিকার সূত্রে তিনি প্রভুত সম্পতি অর্জন করেছিলেন ।
  5. নজরুল ইসলাম একজন শ্রেষ্ঠ কবি ছিলেন ।
  6. পাট বাংলাদেশের অর্থকরী ফসল ।
  7. দিন আনে দিন খায় ।
  8. উলুবনে মুক্তা ছড়িও না ।
  9. সবুরে মেওয়া ফলে ।
  10. আমি কাজটি করিতেছি ।

No comments:

Post a Comment